তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের ক্ষতি অপূরণীয়

0
তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের ক্ষতি অপূরণীয়

প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী ( বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় মিধিলি’র আঘাতে কৃষকের অপূরণীয় ক্ষতি হয়েছে। উপকূলে ঘরবাড়ির তেমন কোন ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক পাওয়া না গেলেও গাছপালা ভেঙ্গেছে অনেক জায়গায়ই।শুক্রবার সকাল থেকে অবিরাম বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে তুমুল বেগে পুবাল বাতাস বয়ে যাওয়ার কারণে বঙ্গোপসাগর সংলগ্ন উপজেলার পায়রা ও আন্দারমানিক নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে ভেরিবাধের বাইরের চরাঞ্চলের কিছু মৎস্য ঘের তলিয়ে গেলেও পানি প্রবেশ করতে পারেনি ভেরিবাধের ভিতরে। প্রবল বাতাসের কারণে কৃষকদের আমন ধানের অপূরণীয় ক্ষতি হয়েছে। নভেম্বরের মাঝামাঝির দিকে আমন ধানে থোর, মোর্চা ও কিছু কিছু ধানও বের হয়।

গত দুই দিনের তুমুল বৃষ্টিতে ক্ষেতে আটকে জমে থাকা পানির ভিতরে বেরিয়ে আসা ওই আমন ধান প্রবল বাতাসে শুয়ে পড়ে যায়। এভাবে বেরিয়ে আসা আমন ধান ৫/৭দিন তলিয়ে থাকলেই ধানগুলো চিটা হয়ে যাবে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছেন চাষি ও কৃষকরা। এ ছাড়াও রবি শষ্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকের। এভাবে অবিরাম বৃষ্টি ও বাতাস হলে গাছের গোড়ায় পানি জমে শাক-সবজিতে পচন ধরার আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here