“সুরিয়া” নদীকে বাঁচানোর দাবি জানাল এসো গৌরীপুর গড়ি সংগঠন

0
“সুরিয়া” নদীকে বাঁচানোর দাবি জানাল এসো গৌরীপুর গড়ি সংগঠন

প্রেসনিউজ২৪ডটকমঃ মোঃ মাহফুজুর রহমান,গৌরীপুর (ময়মনসিংহ)সংবাদদাতাঃ সুরিয়া নদীর দখল, দূষণ রোধ করে নদীটি খননের দাবি জানিয়েছে ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’।

উপজেলার মাওহা ইউনিয়নের নয়ানগর বাউশালী পাড়ায় সুরিয়া নদীর হাটু জলে নেমে মানববন্ধন করে এই দাবি জানায় সংগঠনটি।এই একই দাবি জানিয়ে উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী অফিসার আফরোজা আফসানার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।

মাওহা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আল ফারুক, অচিন্তপুর ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচএম খায়রুল বাসার, এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি।

প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুরের ও নেত্রকোনা সদর উপজেলার সীমানা ভাগ করেছে সুরিয়া। গৌরীপুরের অচিন্তপুর ও মাওহা ইউনিয়নে প্রবাহমান সুরিয়া উপজেলার সীমানা ভাগ করে মিশেছে ঝিটাই নদীতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here