মুন্সীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অ‌ভিযান

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আনিছুর রহমান রলিন (মুন্সীগঞ্জ) অদ্য ০২/০৪/২০২২( রোজ শ‌নিবার) দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ পৌরসভার শহর বাজার ও পৌরমার্কেট এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

রডের দোকান নির্ণয় এন্টারপ্রাইজে অভিযান কালে দেখা যায় যে, মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না, একই দিনে একেকজন ভোক্তার নিকট বিভিন্ন দামে রড বিক্রি করা হচ্ছে যার ফলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দোকান টিকে ৫,০০০/- জরিমানা করা হয়। মুন্সীগঞ্জ সহর পৌর বাজারেনাসির গোস্ত ঘরে অভিযান কালে দেখা যায় যে, গোস্তের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকান টিকে ১০০০/- জরিমানা করা হয়।

এছাড়া শহর পৌর বাজারে সব্জির দোকানসমূহে ও মুক্তারপুরে খেজুর ও তরমুজের পাইকারী আড়তগুলোতে মনিটরিং করা হয় এবং যৌক্তিক মুনাফা করার নির্দেশনা দেয়া হয়।মোট ২টি দোকান কে ৬০০০/- জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসার এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা অভিযানে সহযোগিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here