মুন্সীগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ঘর ভাংচুর মামলার প্রধান আসামী গ্রেফতার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আনিছুর রহমান(রলিন) মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীনদের গৃহ প্রদান প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘর ভাংচুরের অভিযোগ করা মামলার প্রধান আসামী আজাদ মুন্সীকে (৪২) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী মৃত ওয়ালিউর রহমানের ছেলে।

বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরা জেলার মোহাম্মদ পুর উপজেলার তার নিজ গ্রাম লক্ষীপুর এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার ওসি আবু বকর সিদ্দিক। গ্রেফতারের পর আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে মামলার আয়ূ সদর থানার সাব-ইন্সপেক্টর আবুল বাশার তিন দিনের রিমান্ড আবেদন করেন। চীফ জুডিশিয়াল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ক্ষমতাপ্রাপ্ত) নাজনীন রেহানা রিমান্ড আবেদন মঞ্জুর না করে জেল গেটে এক দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

১৪ই জুলাই (বুধবার) আধারা ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের নির্মানাধীন ঘর ভাংচুরের অভিযোগ এনে আজাদ মুন্সীকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ইদ্রাকপুর এলাকার বাসীন্দা আনিসুর রহমানের ছেলে মো. সোলায়মান হোসেন। মামলার অন্য আসামীরা হলেন- রয়েল (৩০) ও মোস্তফা (২৮)। এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী সোলায়মান প্রকল্পের কাজ দেখাশোনার জন্য গত সোমবার (১২ জুলাই) ভাষাণচরের আশ্রয়ণ প্রকল্প এলাকায় গিয়ে দেখে মামলার এজাহারভুক্ত আসামীরা ৫ টি নির্মানাধীন ঘরের বান্দার পিলার ভেঙ্গে মাটিতে ফেলে রাখে। একই স্থানে সম্পন্ন হওয়া একটি ঘরের উপরের অংশ ভেঙ্গে ফেলে।

এতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এছাড়াও ৫ বান্ডিল টিন চুরি করে এবং নলকূপের ক্ষতি করে তারা। প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকদের কাজ না করার হুমকি ও হামলা চালায় মামলার আসামীরা। এজাহারে এমন অভিযোগ উল্লেখ করেন বাদী সোলায়মান। পরে শ্রমিক ও স্থানীয়ভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেলে এ মামলা করেন সোলায়মান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here