মহেশপুরে গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু, শনাক্ত ৪২

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: মহেশপুরে গত এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে ৪২জন।  প্রাপ্ত সূত্রে প্রকাশ, রবিবার সকালে মহেশপুর পৌর সভার বৈঁচিতলা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে ইজ্জত আলী(৬২) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি করোনা পজেটিভ ছিলেন। শনিবার সকালে জমিদারপাড়ার আব্দুর রহমানের কলেজ পড়ুয়া ছেলে জিহাদ(২০) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার বিকালে ফতেপুর ইউনিয়নের রাখালভোগা গ্রামের মৃত তপে বিশ্বাসের ছেলে শামছুল ইসলাম(৫৫) শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যায়। একইদিন সকালে করোনা উপসর্গ নিয়ে বজরাপুর গ্রামের আব্দুল মালিতার স্ত্রী আম্বিয়া বেগম(৫০) কোটচাঁদপুর হাসপাতালে মারা যায়।

২০শে জুলাই পুরন্দপুর গ্রামের ক্যাম্প পাড়ার মোস্তফার ছেলে বকুল(৪০) যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একইদিন পুরন্দপুর গ্রামের ঝন্টু খার স্ত্রী আছিয়া বেগম(৭০) শ্বাস কষ্ট নিয়ে মারা যায়। ১৯শে জুলাই একতারপুর খাঁ পাড়ার মৃত আপেল উদ্দিন খানের ছেলে বিশারত আলী খাঁ(৭৫) এবং বেগমপুর গ্রামের মৃত ঘনু মন্ডলের ছেলে আব্দুস শুকুর মেম্বার শ্বাস কষ্ট নিয়ে মারা যায়।

এ নিয়ে মহেশপুর উপজেলায় মৃতের সংখ্যা দাড়ালো ৫০ জনে এবং আক্রান্তের সংখা ৫১০জন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিবুস সাত্তার এ সকল তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here