মহেশপুরে কোভিড-১৯ সচেতনতার লক্ষে মাইকিং,লিফলেট,পোষ্টার ও মাস্ক বিতরন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া  মহেশপুর(ঝিনাইদহ)সংবাদদাতাঃ গত ২দিন ধরে মহেশপুর উপজেলায় সিএসও-এনজিও এ্যালায়েন্স ফর দি কোভিড-১৯ রেসপনস ইন ঝিনাইদহের উদ্যোগে সচেতনতার লক্ষে মাইকিং,লিফলেট, পোষ্টার ও মাস্ক বিতরন করা হয়।
কোভিড-১৯ এলাইন্স সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সচেতনতা মূলক এই কার্যক্রম করা হয়।

কার্যক্রম বাস্তবায়ন করছে এ্যালায়েন্সভূক্ত সদস্য রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি),মহেশপুর, উষা সমাজ কল্যাণ সংস্থা, কোটচাঁদপুর, সোনার বাংলা ফাউন্ডেশন, কালিগঞ্জ, প্রভা সোসাইটি, ঝিনাইদহ সদর ও শৈলকুপা,দেশ চেতনা, ঝিনাইদহ সদর, একলাব, ঝিনাইদহ সদর ও ডেভেলপমেন্ট এক্টিভিটিস সোসাইটি (ডাস), হরিনাক্ন্ডুু। কার্যক্রমের মধ্যে সরকারের পাশাপাশি গনসচেতনতা সৃষ্টির লক্ষে গত শুক্র ও শনিবার একযোগে জেলার ৬টি উপজেলায় মাইকিং করা হয় এবং সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here