মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ত্রাণ চাওয়ায় বৃদ্ধার কান ফাটালেন ইউপি সদস্য

0

প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: সরকারী ত্রান চাওয়ায় এক বৃদ্ধার কানের মধ্যে থাপ্পর দিয়ে কানের পদ্মা ফাটিয়ে দিয়েছেন এক ইউপি সদস্য। এছাড়াও ওই বৃদ্ধার পিঠের মধ্যে চর থাপ্পর মারারও অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্যের বিরুদ্ধে । সরেজমিনে সোমবার (২৬ এপ্রিল) টঙ্গিবাড়ী উপজেলার আউটশাহী গ্রামে গিয়ে জানাযায় ওই গ্রামের হত-দরিদ্র লোকমান সেখের স্ত্রী তাসলিমা বেগম রোববার দুপুরে আউটশাহী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম মোল্লার কাছে সরকারী ত্রান চাইতে যান।

আউটশাহী গ্রামের মেম্বার এর বাড়ির সামনে ওই ইউপি সদস্যকে পেয়ে সরকারী ত্রান চেয়ে তাসলিমা তার ভোটার আইডি কার্ড ও ছবি দিতে চাইলে ওই ইউপি সদস্য নুরুল ইসলাম বৃদ্ধা তাসলিমা বেগমের বাম গালে থাপ্পর মারে। এ সময় ওই বৃদ্ধা মাটিতে পরে গেলে নুরুল ইসলাম তার পিঠে একাধিক থাপ্পর মারেন। বৃদ্ধা তাসলিমা বেগম জানান, আমি সরকারী সাহয্য আসছে শুনে আমি নুরুল ইসলাম মেম্বারের কাছে গিয়ে তাকে আমার ছবি ও ভোটার কার্ড দিয়ে আমাকে কিছু সাহয্য দিতে বলি। এ কথা বলার সাথে সাথে মেম্বার আমার বাম গালে জোড়ে একটি থাপ্পর মারে।

এ সময় আমি মাটিতে পরে গেলে আমার পিঠেও কয়েকটি চর থাপ্পর মারে মেম্বার। পরে এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। মেম্বারের থাপ্পরের পর আমার কান ও গলা দিয়ে রক্ত বের হয়। এখন আমি বাম কানে কিছু শুনতে পাইনা। কালকে রোজা রেখে আমি মেম্বারের কাছে গিয়েছিলাম আজ ব্যাথায় রোজও রাখতে পারিনি। ওই বৃদ্ধা কান্না করে জানায়, আগে অনেকদিন আমি নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে কাজ করে দিয়েছি। সে আমাকে কাজের কোন টাকা দেয়নি। কাজ করে দিলে সে সরকারী ত্রান আমায় দিতো। এখন আমার বয়স হয়েছে কাজ করতে পারিনা বলে সে আমায় ত্রানও দেয়না।

সেদিন আমি ত্রান চাইতে যাওয়ার সাথে সাথে আমার গালে থাপ্পর মারে। এ ব্যপারে অভিযুক্ত নুরুল ইসলাম এর মোঠো ফোনে যোগাযোগ করলে সে জানায়,আমি বেশ কয়েক বার ওকে ত্রান দিয়েছি। বার বার ত্রান চেয়ে আমাকে বিরক্ত করে। ত্রান দেই আমি কিন্তু ও বলে বেরায় ওকে সংরক্ষিত মহিলা সদস্য লাইলি বেগম ত্রান দিয়েছে। ওইদিন ও ত্রান চেয়ে আমাকে বিরক্ত করছিলো। অন্য কারনে আমার মাথাটা একটু গরম ছিলো আমি আস্তে একটা থাপ্পর লাগিয়ে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here