মুন্সীগঞ্জে মেয়রের বাড়িতে হঠাৎ রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ১৩

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাড়িতে হঠাৎ রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পৌরসভার দুই প্যানেল মেয়র ও দুই কাউন্সিলর ও মেয়রের স্ত্রীসহ ১৩ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এ বিস্ফোরণ ঘটে। মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫), আওলাদ (৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মো. সোহেল, মেয়র আব্দুস সালামের স্ত্রী কাননসহ (৪০) তাইজুল (২০), মো. মোশারফ (৬২), মনির হোসেন (৫০), শ্যামল দাশ (৪৫), পান্না (৫০), কালু (৪০), কানন (৪০) ও মহিউদ্দিন।

পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, হঠাৎ বিস্ফোরণে কয়েকজন দগ্ধের খবর পেয়েছি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, বিস্ফোরণের সূত্রপাত এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণে দরজার উপরের অংশের বার্নিশ পুড়ে গেছে। ডাইনিং ও বেডরুমের গ্লাস ভেঙে গেছে। মোট তিনটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে রান্নার কক্ষের একটি ও বেডরুমের দু’টি।

এদিকে বিস্ফোরণে দু’জন গুরুতরসহ মোট ১৩ জন দগ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here