না.গঞ্জ সদরে শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

0
না.গঞ্জ সদরে শারদীয় দুর্গোৎসব সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ জাহাঙ্গীর হোসেনঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সফলভাবে আয়োজন করার লক্ষ্যে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে সদরন উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের লাইলাতুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মো. গোলাম সারোয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা আসনার ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, সিদ্ধিরগঞ্জ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির ঘোষ অমর, ফতুল্লা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাসসহ পূজা সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সদর উপজেলার আওতাধীন ৭৮ টি পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

মতবিনিময় সভা সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে। নিজস্ব ভলান্টিয়ার বাহিনী রাখতে হবে। পুলিশ এবং আনসার বাহিনীর যারা মণ্ডপে ডিউটি করবে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। কোনো প্রকার গুজবে কান দেয়া যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে হবে। যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।

বরাবরের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। এ সময় পূজার সার্বিক আয়োজন এবং বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আয়োজনে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। অতীতের চেয়েও আরো বেশি জাঁকজমকপূর্ণ আয়োজনে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছি‌ প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে দুর্গাপূজা আয়োজন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গোৎসব আয়োজনে আমরা সবাই বদ্ধপরিকর, সবাইকে শারদীয় শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here