মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস পালিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভা ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,  কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম।

ওটার চর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির প্রধান, সমাজ সেবক শফিকুল ইসলাম প্রধান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সিনিয়র শিক্ষক নুরুল আমিন,সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক গোলাম হায়দার মোল্লা, সহকারী শিক্ষক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক ওচমান গনি খান, সহকারী শিক্ষক আল আমিন খান প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম খান।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আমিনুল হক সরকার, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here