জয়পুরহাটে নদী খননকালে মিলল কষ্টিপাথরের মূর্তি

0

প্রেসনিউজ২৪ডটকমঃ জয়পুরহাট সংবাদদাতা: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পাথরঘাটা এলাকার তুলশীগঙ্গা নদীতে খনন করার সময় দুটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় মূর্তি দুটি জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।

তিনি বলেন, উপজেলার পাথরঘাটা এলাকার তুলশিঙ্গা নদীতে খনন কাজ চলছে। বিকেলে নদীর তলদেশে ওই দুটি মূর্তি উদ্ধার করে খনন কাজে নিয়োজিত শ্রমিকরা। পরে খবর পেয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মূর্তি দুটি মহা মূল্যবান ও দুর্লভ কষ্টি পাথরের। মূর্তি দুটির ওজন আনুমানিক ১৩০ কেজি হতে পারে বলে ধারণা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here