চাঁদপুরে আরো ৩৬জনের দেহে করোনা শনাক্ত,মোট আক্রান্ত ১০৭৯ জন।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরে নতুন করে আরো ৩৬জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ১৩জন, মতলব দক্ষিণে ৫জন, শাহরাস্তিতে ৩জন, ফরিদগঞ্জে ৭ জন (মৃত ২জনসহ) হাজীগঞ্জ ৩জন, কচুয়ায় ২জন, হাইমচরে ২জন, মতলব উত্তরে ১জন রয়েছে।

এদিকে উপসর্গ নিয়ে মৃত ফরিদগঞ্জের দু’ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা হলেন নুরুল ইসলাম মিজি (৭১) ও আবু তাহের(৬০)। চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ জুলাই সকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মিয়াজি ও শ্রী কালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের মারা যান।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৭৯জন। এরমধ্যে মৃতের সংখ্যা ৬৪জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার সকালে ১২৯টি রিপোর্ট আসে । এর মধ্যে ৩৬টি পজেটিভ। বাকি ৯৩টি নেগেটিভ।

জেলায় ১০৩৫জন করোনা আক্রান্ত রোগীর উপজেলাভিত্তিক পরিসংখ্যান হচ্ছে; চাঁদপুর সদরে ৪৩০জন, মতলব দক্ষিণে ১২১জন, শাহরাস্তিতে ১০৮জন, হাজীগঞ্জে ১০৫জন, ফরিদগঞ্জে ১১৭জন, হাইমচরে ৭৯জন, কচুয়ায় ৪৮জন এবং মতলব উত্তরে ৭১জন।

চাঁদপুর জেলায় করোনায় মৃত ৬৪জনের মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, হাজীগঞ্জে ১৬জন, ফরিদগঞ্জে ৯জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৮জন, শাহরাস্তিতে ৪জন , মতলব দক্ষিণে ৩জন এবং হাইমচরে ১জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here