চাঁদপুরে মোট আক্রান্ত ৫৬৫ জন,পুলিশসহ আরো ১২ জনের দেহে করোনা শনাক্ত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরে নতুন করে ১৫ পুলিশসহ আরো ১২ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে চাঁদপুর সদরের ১০ জন। হাজীগঞ্জে ১জন(মৃত সুশীল সাহা) এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন(মৃত মোঃ হোসেন)।

চাঁদপুর জেলায় এ নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৬৫ জন। এ পর্যন্ত মারা গেছে, ৪৬ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার দুপুরে ৫৭টি রিপোর্ট আসে । এর মধ্যে ১২ টি পজেটিভ। নেগেটিভ ৪৫টি। জেলায় ৫৬৫ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে চাঁদপুর সদরে ২১৭ জন, মতলব দক্ষিণে ৭১জন, শাহরাস্তিতে ৬৩ জন, হাজীগঞ্জে ৬৪ জন, ফরিদগঞ্জে ৬১জন, হাইমচরে ৩৩ জন, কচুয়ায় ২৮ জন , মতলব উত্তরে ২৭জন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন।

রায়পুরের মোহাম্মদ হোসেন নামে ওই ব্যক্তি চাঁদপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এজন্য মৃত্যুর তালিকায় তাকে চাঁদপুর জেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঁদপুর জেলায় করোনায় মৃত ৪৪ জনের মধ্যে হাজীগঞ্জ ১৪ জন,চাঁদপুর সদরে ১২ জন, ফরিদগঞ্জে ৬ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন,শাহরাস্তিতে ৩ জন, মতলব উত্তরে ২ জন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর ১জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here