ভাষা শহীদদের প্রতি মতলব উত্তরে দুরন্ত ’৯৭ শ্রদ্ধা নিবেদন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ  কামাল হোসেন খান ঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৯৭ সালের এএসসি বা সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাণের সংগঠন দুরন্ত ’৯৭।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দুরন্ত ’৯৭ সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম রসুল ঢালী।

এসময় দুরন্ত ’৯৭ সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন লোকমান, যুগ্ম-আহবায়ক মোঃ সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, সদস্য আব্দুস সামাদ, এস আলম, আবুল খায়ের জগৎ, জহিরুল হাসান মিন্টু, মোঃ আরিফ হোসেন সরকার,মোহাম্মদ আলী ইমনসহ দুরন্তÍ ’৯৭ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দুরন্ত ’৯৭ সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম রসুল ঢালী ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে সবার উপরে স্থান দেবার জন্য ও ভাষার অধিকার প্রতিষ্ঠা করার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দেওয়ানজি কান্দি গ্রামের কৃতি সন্তান দুরন্ত ’৯৭ সংগঠনের আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ গোলাম রসুল ঢালী।

ইঞ্জিনিয়ার মোঃ গোলাম রসুল ঢালী এ মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে ভাষা আন্দোলনে শহীদ হওয়া শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানিয়ে দুরন্ত ’৯৭ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত সকলদের উদ্দেশ্যে বলেন ‘বাংলা মায়ের দামাল সস্তানেরা যারা জীবনের পড়োয়া না করে বাংলাকে মায়ের ভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত বিলীন করে আমাদেরকে বাংলা ভাষায় কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। ভাষা সৈনিকদের পথচলায় আমাদের নতুন দিনের অঙ্গিকার, মাদক সন্ত্রাসমুক্ত সুস্থ্য ডিজিটাল সমাজ ব্যবস্থা গড়বার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here