মতলব উত্তরে ৬ মণ ওজনের হাউশ মাছ দেখতে উপচে পড়া ভীড়

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামাল হোসেন খান মতলব (চাঁদপুর) সংবাদদাতা: চাঁদপুরে মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৬ মণ ৪ কেজি ওজনের হাউশ মাছ। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সকালে মাছটি চাঁদপুর মাছ বাজারে ডাকে বিক্রি হয় ৬০ হাজার টাকা।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীর বাজারের মাছ ব্যবসায়ী কালীপদ মাছটি কিনে আনলে এলাকায় দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে। বুধবার বিকালে মাছটি দেখতে ভীড় জমায় শত শত উৎসুক জনতা। পরে মাছটি কেটে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

মোট ২৪৪ কেজি মাংস হয়েছে। ব্যবসায়ী কালীপদ জানান, এই মাছটি আমার একটি প্রিয় মাছ। এর মাংস খুবই সুস্বাদু। যার কারণে আমি মাছটি আগ্রহ করে কিনে এনেছি। যেটুকু বিক্রি হয় হবে, বাকীটা আমি খাওয়ার জন্য রেখে দিব। তিনি আরও বলেন, মাছটি কাটার পর দুই ঘন্টার মধ্যেই প্রায় ২০০ কেজির মত বিক্রি হয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মিলন সরকার বলেন, বুধবার বিকালে মাছটি বাজারে আনার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যায়। শত শত উৎসুক জনতা মাছটি দেখতে ভীড় জমায়। এধরণের মাছ আমাদের এলাকায় যত্রতত্র পাওয়া যায় না, তাই মানুষের আগ্রহ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here