ভোলায় দাখিল ইংরেজী পরীক্ষায় নকলের দায়ে ১৩৪ শিক্ষার্থী বহিস্কার

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার তিনটি কেন্দ্র দাখিল ইংরেজী পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে ১০ পরীক্ষার্থীকে ১বছরের জন্য ও ১২৪ পরীক্ষার্থীকে শুধু ইংরেজী বিষয়ের জন্য বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ফেব্রুয়ারী) মাদ্রাসার দাখিল ইংরেজী পরীক্ষা চলাকালীন উপজেলার দক্ষিণ আইচা,শশীভূষণ ও দুলারহাট কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসার এ শিক্ষার্থীদের বহিস্কার করেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন বলেন, মাদ্রাসার ইংরেজী বিষয়ের পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করার অপরাধে দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৫জন, শশীভূষণ এ মালেক দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৫জন মোট ১০জনকে ১বছরে জন্য ও দুলারহাট নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১২৪ জনকে শুধু ইংরেজী বিষয়ের জন্য বহিস্কার করা হয়েছে। ১২৪ জন পরবর্তী বিষয়ের পরীক্ষায় অংশ গ্রহন করতে
পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here