চট্টগ্রাম বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতলব উত্তরের মাহমুদা আক্তার লাভলী।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন চাঁদপুর : চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মতলব উত্তর উপজেলার ৮৩নং বেগমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার লাভলী। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

ইতোপূর্বে মাহমুদা আক্তার লাভলী চাঁদপুর জেলার জেলার ৮টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছিলেন। মাহমুদা আক্তার লাভলী (এমএএমএড) ১৯৭৭ সালে মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম ইসলামাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংসার জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
মেয়ে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। তার বাবা আ. করিম অগ্রণী ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। মাতা বুলবুল আক্তার অবসরপ্রাপ্ত শিক্ষক। মাহমুদার তিন বোন মানুষ গড়ার কারিগর শিক্ষক পেশায় নিয়োজিত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here