চাঁদপুর মতলবে ছেংগারচর ইউনিয়নে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উদযাপন।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামালঃ  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন হয়েছে। সারাদেশে জাতীয় পর্যায়ে ৭-১২ ডিসেম্বর পালিত হচ্ছে সেবা সপ্তাহ। এ উপলক্ষে ছেংগারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রকে সাজসজ্জা ও আলোকিতকরণ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সেবা সপ্তাহ উপলক্ষ্যে রোগীদের
বিশেষ সেবা প্রদান করেন কর্মকর্তারা। এর আগে র‌্যালি বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (এমওএমসিএইচ এফপি) ডা.মোঃ নাসির আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা.ম. বোরহান উদ্দিন, সহকারী পরিবার পরিকল্পননা কর্মকর্তা মোঃ নুরনবী, ছেংগারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সদস্য সচিব (স্যাকমো) ডা.মোঃ আবুল হাসনাত. ১নং ছেংগারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মোঃ মারফত আলী মজুমদার, মোহনপুর ইউনিয়ন ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মোঃ জসিম উদ্দিন, ষাটনল ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মোঃ মিজানুর রহমান, কলাকান্দা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মোঃ মিঠু পাটোয়ারী,পরিবার কল্যাণ পরিদর্শিকা জেসমিন আক্তার, (স্যাকমো) ডা,রাবেয়া.স্বাস্থ্য সহকারী মোঃ কামাল হোসেন,পরিবার কল্যাণ সহকারী সেলিনা আক্তার, আফরোজা মাসুদ, ইসরাত জাহার, রওশন হাজান, এআর আমেনা, যুবউন্নয়ন কর্মী হাবিবা সুলতানা, শিলা আক্তার, রাবেয়া আক্তার, প্রমুখ ছেংগারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্রের সদস্য সচিব (স্যাকমো) ডা.মোঃ আবুল হাসনাত ও ১নং ছেংগারচর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) মারফত আলী মজুমদার, জানান, সেবা সপ্তাহের প্রতিদিন বিশেষ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এরমধ্যে উল্লেখ যোগ্য হলো- কিশোর কিশোরী কৈশরকালীণ স্বাস্থ্যসেবা, বাল্যবিবাহের কুফল, মাধক বিরোধী প্রচারণা, সামাজিক অবক্ষয় রোধে করণীয় শীর্ষক নিয়মিত উঠান বৈঠক, গর্ভবতী মায়েদের নিয়মিত চেকআপ, মায়েদের প্রসবোত্তর সেবা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা অনুষ্ঠান, পদ্ধতি গ্রহীতাদের সুবিধার্থে বিশেষ ক্যাম্প, সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টা নরমাল প্রসব সেবার ধারাবাহিক কার্যক্রমকে তরান্বিত করা, পরিবার
পরিকল্পনা কেন্দ্র সাজসজ্জা ও আলোকিতকরণ ইত্যাদি। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ইতি টানবে সেবা সপ্তাহ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫৪ জন গ্রহিতা ইমপ্লান্ট সেবা গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here