মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার জাল,নৌকা-সহ আটক ৭ জেলে।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ইশতেয়াক জামান নাফিজ: চাঁদপুরের মতলব উওর উপজেলা প্রশাসন মা ইলিশ রাক্ষায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার জাল ও দু’টি নৌকা জব্দসহ আটক করেছে ৭ জেলেকে।

বৃহস্পতিবার রাতে মতলব উওর উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ জেলার, গজারিয়া উপজেলার, বেরী মোল্লা কান্দির গ্রামের হজরত আলী, নবী হোসেন, ইউসুব মোল্লা, মেহেদী, সাইদুর হোসেনগংসহ ৭ জেলেকে আটক করেছে।

অভিযানের সময় জেলেদের কাছে থেকে ১৫ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ২ টি নৌকা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত নদীতে অভিযান চালানোর সময় মতলব উওরে ষাটনল এলাকায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিল জেলেরা।

এ সময় নদী থেকে জেলে আটক এবং ইলিশ ধরার জাল ও নৌকা জব্দ করে উপজেলা বাবুবাজারে স্থানীয় জেলে ও এলাকার লোকজনের সাথে মা ইলিশ রক্ষায় গনসচেতনতা করার লক্ষে আলোচনা সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here