ঢাকায় স্বামীর বাসায় বর্ণালী হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে ভোলায় মানববন্ধন।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান শাহীন ভোলা প্রতিনিধি॥ ঢাকায় স্বামীর বাসায় বর্ণালী মজুমদারকে হত্যায় সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার(১৬জুলাই) সকাল ১১টায় বোরহানউদ্দিন পৌর বাজার এলাকায় দীর্ঘ লাইনের মানববন্ধনে করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন সরকারি কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম গজনবী, মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, বোরহানউদ্দিন পূর্জা উদযাপন কমিটির সভাপতি বাবু অনিল কুমার, বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. বশির উল্ল্যাহ প্রমূখ।

তারা বলেন, দ্রুত বর্ণালী মজুমদারের হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবী জানান। মানববন্ধনে অংশ গ্রহন করেন বোরহানউদ্দিন সরকারি কলেজ, মহিলা কলেজ ও বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য, গত ২ জুলাই রাতে ঢাকা বনশ্রী এ ব্লকের ২ নম্বর সংলগ্ন একটি বাসা থেকে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় বর্ণালীর স্বামী মিথুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ওই দিনই বর্ণালীর স্বামী মিথুন কে গ্রেফতার করেন পুলিশ। তিনি এখন জেল হাজতে রয়েছে। মৃত বর্ণালী ও তার স্বামী মিথুন এর গ্রামের বাড়ী ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here