প্রেসনিউজ২৪ডটকমঃ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে চারটি প্লাস্টিক কারখানায় যৌথভাবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব-১১। এসময় ৪ লাখ ৯০ হাজার পিস প্লাস্টিক বোতল, ৪ লাখ ৪০ হাজার প্লাস্টিক বোতল ক্যাপ ও ১২ হাজার কেজি কাঁচামাল ধ্বংস এবং ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার পহেলা মে দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া অফিসার সহকারি পরিচালক মো: রিজওয়ান সাঈদ জিকু। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ প্রক্রিয়ায় প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে মিজমিজি এলাকার সরকার প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস প্লাস্টিক বোতল, ১ লাখ ৫০ হাজার পিস প্লাস্টিক বোতল ক্যাপ ও প্লাস্টিক তৈরির ৫ হাজার কেজি কাঁচামাল জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই আভিযানিক দল আল-আমিন প্লাস্টিক এন্ডএসএসএম কোম্পানি থেকে ভেজাল ৩০ হাজার লিটার সোয়াবিন তেল, সাড়ে ১২ হাজার লিটার সরিষা তেল, ১০ হাজার কেজি লবণ, ১ লাখ ১০ হাজার পিস প্লাস্টিক বোতল,প্লাস্টিক তৈরির ৫ হাজার কেজি কাঁচামাল, ৫ হাজার মিটার নকল মোড়ক ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মৌচাক এলাকার ইফাদ প্লাস্টিক কারখানা থেকে ১ লাখ ৪৫ হাজার পিস প্লাস্টিক বোতল, ১ লাখ ৫০ হাজার পিস প্লাস্টিক বোতল ক্যাপ, প্লাস্টিক তৈরির ৩ হাজার কেজি কাঁচামাল জব্দ ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ইউনিক পলিমার কারখানা থেকে ১ লাখ ১৫ হাজার পিস প্লাস্টিক বোতল, ১ লাখ ৪০ হাজার পিস প্লাস্টিক বোতল ক্যাপ, প্লাস্টিক তৈরির ৪ হাজার কেজি কাঁচামাল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে জব্দকৃত এসব উপাদান ধ্বংস করে প্রতিটি কারখানা মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় মামলা করে জরিমানার অর্থ আদায় করা হয়।