শরীয়তপুরে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর অফিসে হামলা

0

প্রেসনিউজ২৪ডটকমঃ আমান উল্ল্যাহ শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খান এর নির্বাচনী অফিসে নৌকার সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ করেছে বিদ্রোহী প্রার্থী। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।নৌকার প্রার্থী অভিযোগ অস্বীকার করেছে। পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর। এ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খান প্রতিদ্বন্দিতা করছেন। গত বুধবার রাত অনুমান ৮টায় বিদ্রোহী প্রার্থী মজিবুর রহমান খান ডোমসার বাজারে তার নির্বাচনী অফিসে আলোচনা সভা করার প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় নৌকার প্রার্থী মিজান মোহাম্মদ খান এর নেতৃত্বে নৌকার সমর্থক শতাধিক লোকজন মিছিল করতে করতে এসে ডোমসার বাজারের দক্ষিন মাথায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান খান এর নির্বাচনী অফিসে এসে হামলা করে চেয়ার, টেবিল ব্যাপক ভাবে ভাংচুর করে। এ সময় হামলাকারীরা ২টি মোটর সাইকেল ভাংচুর করে ক্ষতি সাধন করেছে। মূহুর্তের মধ্যে ডোমসার বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়।

লোকজন দিকবেদিক ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে পালং মডেল থানার ওসি মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক আজাহার বেপারী, শাহজাহান চৌকিদার, খলিল মৃধা,ছাত্তার মাদবর, আজাহার মাদবর, আমির হোসেন মুন্সি, মনোয়ার হোসেন খান সহ কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here