প্রেসনিউজ২৪ডটকমঃ স্টাফ রিপোর্টারঃ অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কিশোরগঞ্জ উপজেলা(অ্যাডকিউ)-এর আয়জনে কিশোরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের নিউজ(কিউসইনি)-এর সাধারণ সভা’২৪ইং শুক্রবার(০৬/১২/ ২০২৪ইং) সন্ধ্যা ৬টায় টাইম ফর সাইন, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
মানবতার ফেরীওয়ালা এম এ এইচ জাকারিয়ার সভাপতিত্বে ও সাহিত্যিক ও সম্পাদক মাহফুজার রহমান মন্ডলের আহ্বানে সভায় উপস্থিত ছিলেন কবি ও অধ্যাপক বাবুল আনোয়ার, সমাজকর্মী জোবায়দুল ইসলাম, সমাজকর্মী মোজাম্মেল হক, সমাজকমী আতিবু্র রহমান, সমাজকর্মী সোহেল মিয়া, সার্জেন্ট তৌফিকুর রহমান, সাংবাদিক ও কন্ঠ শিল্পী আরিফুর রহমান চৌধুরী, সমাজকর্মী রিপন মিয়া, সমাজকর্মী রাসেল মিয়া, সমাজকর্মী বকুল শাহ্।
কিভাবে কিশোর গঞ্জ উপজেলায় শিক্ষাসহ সাধারণ মানুষ এর জীবন মান উন্নয়নে কাজ করা যায় এই বিষয়ে উপস্থিত সবাই একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।