দাউদকান্দিতে মইনীয়া যুব ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
দাউদকান্দিতে মইনীয়া যুব ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আন্তর্জাতিক ইসলামী স্কলার, শাহজাদা ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর নির্দেশে ২য় জাতীয় কাউন্সিল বাস্তবায়নে কুমিল্লা জেলার দাউদকান্দিতে মইনীয়া যুব ফোরামের কুমিল্লা, চাঁদপুর,নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ নিয়ে মত বিনিময় সভা স্থানীয় হোটেলে ৯ মে(বৃহস্পতিবার)বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি ডা.মফিজুল ইসলাম মাহফুজ । প্রধান অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খলিফা শাহ মোহাম্মদ কামরুজ্জামান হারুন,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পায়েল, শিক্ষা ও গবেষণা সম্পাদক দিদারুল হক রিমন, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মামুন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ আসলাম হোসাইন বলেছেন, মইনীয়া যুব ফোরামের ২য় জাতীয় কাউন্সিল সফল করতে হলে সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,এক বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মইনীয়া যুব ফোরামের প্রতিটি সদস্য হবে স্মাট,দক্ষ ও কর্মী বান্ধব। তিনি আরো বলেন,মইনীয়া যুব ফোরাম হবে আধুনিক,প্রযুক্তিগত দক্ষ সংগঠন। প্রতিটি সদস্য কর্ম চাঞ্চল্য। মুক্তিযুদ্ধের চেতনার পতাকাবাহী সংগঠন।

সম্প্রীতি বজায় রেখে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। আমাদের মহান মুর্শিদ কেবলার নির্দেশ বাস্তবায়নে প্রতিটি সদস্য কে দূর্বার গতিতে এগিয়ে যেতে হবে। প্রতিটি সদস্য কে ৫টি করে (ফলজ,বনজ ও ঔষধি) গাছ লাগানোর নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here