আ.লীগ-জাতীয় পার্টির বৈঠকে প্রাথমিক তালিকা প্রকাশ

0
আ.লীগ জাতীয় পার্টির বৈঠকে প্রাথমিক তালিকা প্রকাশ

প্রেসনিউজ২৪ডটকমঃ আগামী জাতীয় নির্বাচনে আসন বণ্টন নিয়ে দ্বিতীয় দফায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলটির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় পার্টি। বৈঠকে জাতীয় পার্টির ৩০০ আসনের মধ্যে ৩২ টি আসনর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়।

বৈঠকের যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন, রংপুর-৩ জিএম কাদের, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, পটুয়াখালী-১ জাপার কো-চেয়ারম্যান এবিএম র’হুল আমিন হাওলাদার নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমান, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, ঢাকা-৬ কাজী ফিরোজ রশিদ, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-২ পনিরউদ্দিন আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জাহিদ হাসান, রংপুর-১ (গঙ্গাচড়া) আসিফ শাহরিয়ার, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আনিসুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪ আসনে মোনাজাত চৌধুরী, পিরোজপুর-৩ মাশরেকুল আলম রবি।

এছাড়া সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখত ও খুলনায়-৬ আসনে শফিকুল ইসলাম মধু, হবিগঞ্জ- ১ মুনিম চৌধুরী বাবু, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ ও শেরপুর-১ মাহমুদুল হক মনির নাম। ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ অথবা ৩ আসনে অ্যাড রেজাউল ইসলাম ভূঁইয়ার আসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here