অবরোধ সমর্থনে রাজানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

0
অবরোধ সমর্থনে রাজানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল

প্রেসনিউজ২৪ডটকমঃ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি তানজিল হাসান এর নেতৃত্বে অবরোধের সমর্থনে মগবাজার মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি রেড ক্রিসেন্ট থেকে শুরু করে মগবাজার রেল গেইটে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সম্পাদক এইচ এম আবু জাফর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, রুহুল আমিন হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি আলামিন মৃধা, সাইফুল ইসলাম রাকিব, যুগ্ম সম্পাদক সজিব মৃধা, সাদেক হোসেন, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম আকন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি হাবিবুর রহমান।

তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মান্নান নাহিদ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল, ছাত্রনেতা আল মামুন সাগর, মাইদুল ইসলাম, আল আমিন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান (রাকিব), যাত্রাবাড়ী থানা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা ডা. আবরার বিন কিবরিয়া, জিহানুর রহমান প্রিন্স, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের অন্তর্ভুক্ত নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম।

পল্টন থানা ছাত্রদলের অন্যতম নেতা আরিফ সিকদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা সোহাগ সিকদার,পারভেজ তালুকদার, রবিউল ইসলাম হৃদয়, তেজগাঁও থানা ছাত্রদলের অন্যতম সহ সভাপতি জহিরুল ইসলাম অমি, রামপুরা থানা ছাত্রদলের প্রচার সম্পাদক সাব্বির হোসেন রোমান, ঢাকা পলিটিকনিক কলেজ ছাত্রদলের সাব্বির হোসেন, রামপুরা থানার অন্তর্ভুক্ত ৯৮ নং ছাত্রদলের প্রচার সম্পাদক মো: ইয়াসিন, ঢাকা কলেজ ছাত্রদলের অন্যতম নেতা জহিরুল ইসলাম শুভ, ছাত্রনেতা ইমামুল গাজী সহ বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here