শেখ হাসিনা ও মায়া চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মতলব উত্তরে মিলাদ ও দোয়া

0
শেখ হাসিনা ও মায়া চৌধুরীর সুস্বাস্থ্য ও  দীর্ঘায়ু কামনায়  মতলব উত্তরে মিলাদ ও  দোয়া

প্রেসনিউজ২৪ডটকমঃ খান মোহাম্মদ কামাল ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর
বিক্রম এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুু কামনায় মতলব উত্তর উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী হযরত শাহ সোলাইমান লেংটার মাজারে এবং আমিয়াপুর গাউছিয়া জলিলিয়া দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর^) প্রথমে বাদ আছর বেলতলী হযরত শাহ সোলাইমান লেংটার মাজার প্রাঙ্গণে এরপর সন্ধ্যা সাড়ে ৬টার সময় আমিয়াপুর গাউছিয়া জলিলিয়া দরবার শরীফ মাজার প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর নির্দেশনায় সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগীসংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলার বেলতলী হযরত শাহ সোলাইমান লেংটা মাজার প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার সরকার, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার বাবুল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মেম্বর, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শিপু,উপজেলা মৎস্য জীবিলীগের সহ-সম্পাদক ইমরান হোসেন কাকন,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক মোঃ রিয়াজ,যুবলীগের নেতা আবুল কালাম,বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগ নেতা রহমত উল্লাহ প্রমূখ।

এখানে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠান এবং মোনাজাত পরিচালনা করেন শাহ সোলাইমান লেংটা মাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ অলিউল্লাহ । শেষে সকলের মধ্যে তাবরক বিতরণ করা হয়।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই ইউনিয়নের আমিয়াপুর গাউছিয়া জলিলিয়া দরবার শরীফ প্রাঙ্গণ অধ্যক্ষ আল্লামা আব্দুল জলিল (রঃ) এর মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়ার মাহলের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এর জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ইউসুফ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার সরকার, সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম আক্তার ঢালী, সাদুল্যাপুর ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শিপু প্রমূখ।

এসময় সাদুল্যাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুল হক খোকা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার বাবুল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মেম্বর, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, উপজেলা মৎস্য জীবিলীগের সহ-সম্পাদক ইমরান হোসেন কাকন,বাংলাদেশ
কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সহ-সম্পাদক মোঃ রিয়াজ,যুবলীগের নেতা আবুল কালাম, যুবলীগ নেতা শুভ্র সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

এখানে মিলাদ পরিচালণা করেন, হাফেজ মোঃ হুমায়ন কবির আর মোনাজাত ও দোয়া পরিচালনা করেন, মাওলানা মুফীত ফারুক আহাম্মদ। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও তাদেরপরিবারবর্গের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন, দেশের উন্নয়ন ধারাবাহিকতায়  ও সারা বিশ্বে আরো মর্যাদাশীল রাস্ট্র হিসেবে গড়ে তুলতে আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন, তেমনি চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী এলাকাকে একটি আধুনিক মিনি সিঙ্গাপুর সিটিতে রুপান্তরিত করতেআধুনিক মতলবের রুপকার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে এমপি হিসেবে প্রয়োজন।

তিনি  যেন আবারো নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে এমপি হয়ে এই মতলববাসীর সেবা করার সুযোগ পান সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here