প্রেসনিউজ২৪ডটকমঃ আজমেরী ওসমান এর নেতৃত্বে বিএনপির ডাকা হরতাল এর বিরুদ্ধে শেষ দিনে গাড়ি বহর নিয়ে বিশাল শোডাউন নির্বাচনী ইশতেহার বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শেষ দিনেও হরতাল বিরোধী জানিয়ে আজও আজমেরী ওসমানের নেতৃত্বে সাদা পতাকা মিছিল বের করেছে।
সোমবার (১৯ নভেম্বর) বেলা ২ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে হরতাল বিরোধী সাদা পতাকার মিছিল বের করেন । এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাড়া হয়ে , আদমজী-চিটাংগ রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড, লিংকরোড ও পঞ্চবটীসহ নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়। এসময় নেতাকর্মীরা সাদা পতাকা হাতে নিয়ে মটরসাইকেলে চড়ে পুরো সড়কে সরকারি দলের স্লোগান দিতে দেখা যায় ।
বিএনপি – জামায়াতে ইসলামী নেতাকর্মীদের উদেশ্য করে হুঁশিয়ার করার মত স্লোগান দেয়া হয় এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত , নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, হোসেন রেজাসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।