যারা হাওয়া ভবন তৈরি করে দূর্নীতি করেছে, তাঁদের হাতে দেশ নিরাপদ নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

0
যারা হাওয়া ভবন তৈরি করে দূর্নীতি করেছে, তাঁদের হাতে দেশ নিরাপদ নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত,বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে।গ্ৰাম বাংলায় অপূর্ব পরিবর্তন এসেছে। সামাজিক বৈষম্য কমে গেছে।তিনি বলেন,মাথা পিছু আয় বেড়েছে।

কর্ম ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।২০৪১সনে আর কুঁড়ের ঘর থাকবে না।তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের ফলশ্রুতিতে ৬ লাখ ৫১ হাজার যুবক যুবতী বিজনেস আউট সোর্সিং করে প্রায় ৬৫ হাজার কোটি অর্জন করে। বাংলাদেশে পৃথিবীর ১৫ ভাগ আউট সোর্সার রয়েছে ।

৯ মার্চ (বৃহস্পতিবার) মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে,প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) আওতায় মতলব উত্তরের ১২৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শিক্ষকরা ছাত্রদের রোল মডেল। প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ ভাগ শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত।জাতির জনক বঙ্গবন্ধু ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ২৬ হাজার অধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছেন।

উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ছেংগারচর পৌর সভার সহায়ক সদস্য ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য শাহ আলম সিদ্দিকী, সহায়ক সদস্য রমাদত্ত, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসানুজ্জামান, ইসলামাবাদ ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক এসএম রাসেল বাবু প্রমুখ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here