চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব : মির্জা ফখরুল

0
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

প্রেসনিউজ২৪ডটকমঃ  চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিএনপি মহাসচিব নিজ বাসায় পৌঁছেছেন।এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দিনগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হন।

মির্জা ফখরুল সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন। তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারা সেখানে এক সপ্তাহ অবস্থান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here