প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা বেশি প্রয়োজন। আজ যদি রাজনীতিকদের মধ্যে বই বা জ্ঞানচর্চা থাকতো, তাহলে আর যাই হোক অপরাধ-দুর্নীতি-টাকা পাচারের রাজনীতির কারণে দেশ ধ্বংস হতো না।
তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘রাজনীতিকদের বই বা জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুনধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে তাঁর ও অন্যান্য নেতৃবৃন্দের রচিত বই উপহার হিসেবে তুলে দেন।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), জাতীয় সাংস্কৃতিকধারার সাবেক সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সুহিতা সুলতানা মৌসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।