রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন – মোমিন মেহেদী

0
রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন – মোমিন মেহেদী

প্রেসনিউজ২৪ডটকমঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা বেশি প্রয়োজন। আজ যদি রাজনীতিকদের মধ্যে বই বা জ্ঞানচর্চা থাকতো, তাহলে আর যাই হোক অপরাধ-দুর্নীতি-টাকা পাচারের রাজনীতির কারণে দেশ ধ্বংস হতো না।

তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘রাজনীতিকদের বই বা জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুনধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে তাঁর ও অন্যান্য নেতৃবৃন্দের রচিত বই উপহার হিসেবে তুলে দেন।

প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), জাতীয় সাংস্কৃতিকধারার সাবেক সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সুহিতা সুলতানা মৌসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here