পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

0
পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থানের অনুমতি পেল বিএনপি

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বুধবার ১১ জানুয়ারি পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বৈঠকে এ অনুমতি দেয়া হয়।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাহিদ হোসেন বলেন, আমরা ডিএমপি কমিশনারের সঙ্গে সফল আলোচনা করেছি।

বিএনপির অবস্থান কর্মসূচি করতে প্রশাসনের পক্ষ থেকে আর বাধা নেই। আগামীকাল পূর্বনির্ধারিত যে কর্মসূচি তা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করা হবে।এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এর আগে সোমবার (৯ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে অবস্থান কর্মসূচি জন্য অনুমতি চায় দলটি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি গণ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন। এদিকে কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দিয়েছে বিএনপি। প্রতিটি সাংগঠনিক বিভাগে ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবকে দলনেতা করা হয়েছে। সাংগঠনিক সম্পাদকরা সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here