প্রেসনিউজ২৪ডটকমঃ মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ সারাদেশে বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা ছেংগারচর পৌরলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরীর নির্দেশনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের যুবলীগ কার্যালয়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
আজ দুপুরে ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে যুবলীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর পরে ছেংগারচর পৌর আ’লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতেপুর পূর্ব ইউনিয়ন আ’লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, ছেংঙ্গারচর পৌর কৃষক লীগের সভাপতি আঃ কাদের প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন, ছেংগারচর পৌর সভার সাবেক কমিশনার মোঃ খোকন প্রধান, মোহনপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন চৌধুরী, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোসলেম দেওয়ান, ছেংগারচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জনি সরকার, পৌর যুবলীগ নেতা ইসমাইল, রেজাউল করিম ডেঙ্গু, বাদল ঢালী, যুবলীগ নেতা সোহেল রানা, মানিক বেপারী, আল আমিন বেপারী, আরমান কাজী, শান্ত বকাউল,সহ অসংখ্য পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত চক্র আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারই প্রতিবাদে আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন দিপু চৌধুরী নির্দেশনায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। বক্তারা আরওা বলেন,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, মতলব উত্তর ও ছেংগারচর পৌরসভা বিএনপি-জামায়াত চক্র নাশকতা সৃষ্টি করতে চাইলে ছেংগারচর পৌরসভার জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবো।