চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে

0
চট্টগ্রামে বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে

প্রেসনিউজ২৪ডটকমঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে লাগা আগুন প্রায় ৪০ মিনিটের চেষ্টায় বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) ফিরোজ মিয়া বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। বিএম ডিপোর অভ্যন্তরে একটি শেডে আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত কর আগুন লাগার কারণ ও ক্ষতির বিষয়ে জানা যাবে।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর এক পর্যায়ে রাসায়নিকের কনটেইনারে বিস্ফোরণ ঘটে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়। বিস্ফোরণে অর্ধশতাধিক মানুষের প্রাণহানি হয়। ক্ষয়ক্ষতি হয় কোটি কোটি টাকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here