মতলব উত্তরের সাদুল্যাপুরে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

0
মতলব উত্তরের সাদুল্যাপুরে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রেসনিউজ২৪ডটকমঃ কামরুজ্জামান হারুন নিজস্ব প্রতিবেদক চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মোল্লাসহ তার কর্মীদের উপর অতকির্ত সন্তাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৮ জুলাই বৃহস্পতিবার সকালে সাদুল্লাপুর ইউনিয়নের গোপাল কান্দি গ্রামের মেঘনা ধনাগোদা বেরীবাধের ওপর এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন মামলার বাদী রানা আহাম্মেদ রফিক, সন্ত্রাসী হামলায় আহত জয়নালের মেয়ে ফারজানা আক্তার, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, আতিকুর রহমান প্রমুখ।

মামলার বাদী রানা আহাম্মেদ রফিক বলেন, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, তাঁর দুই ছেলে কামাল ও শরিফসহ তাঁদের সন্ত্রাসী বাহিনী আছে। তাঁরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বিক্রির সাথে জড়িত । তাঁদের যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। তাঁদের জুলুম-নির্যাতনের প্রতিবাদে ভুক্তভোগীরা এলাকাবাসী নিয়ে শান্তিপূর্ণ অবস্থাানের উদ্দেশ্যে রাস্তায় দাঁড়িয়েছি।

আহত আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীনের মেয়ে ফারজানা আক্তার বলেন, মনির মেম্বারের বাহিনী দ্বারা বিভিন্ন সময়ে জুলুম-নির্যাতন নীরবে সহ্য করে যাওয়া শত শত পরিবার আজকে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্ৰহন করেছেন।তাঁদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মারধরের শিকার হতে হয়।আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, আতিকুর রহমান সহ এলাকাবাসী, মনির মেম্বার গংদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

উল্লেখ্য ১৩ জুলাই সকালে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের গোপালকান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় রাকিব (২২), জয়নাল আবেদীন মোল্লা (৬৫) ও বিল্লাল হোসেন (৫০) এই তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহত দুজনকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মারাত্মক আহত রাকিব প্রধানের পিতা রানা আহাম্মেদ রফিক বাদী হয়ে ১০ জনকে আসামী করে ওই দিন (১৩ জুলাই) রাতে মতলব উত্তর থানায় লিখিত অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here