ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাহু থেকে জনগণকে মুক্ত করতে হবে : ফখরুল ইসলাম আলমগীর

0

প্রেসনিউজ২৪ডটকমঃ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের রাহু থেকে জনগণকে মুক্ত করতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ব্যক্তি কিংবা দলকে ক্ষমতায় বসাতে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে বিএনপি।শুক্রবার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নির্দলীয় নিরপক্ষে সরকারের নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির একাংশ এ সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রদলের নেতাকর্মীদের ‘ছাত্রলীগের হামলার’ পর প্রধান বিচারপতি বিবৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসী ঢুকে হামলা করেছে অথচ প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নতুন কমিটির নেতারা একটি বিবৃতি পর্যন্ত দিলেন না। কারণ আজকে সব সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে সরকার।’

তিনি বলেন, কি নৃশংসভাবে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে আহত করছে। শুধু ছেলেদের নয়, মেয়েদের ওপর হামলা করেছে। মেয়েদের একজন আইসিইউতে ভর্তি আছে। ছাত্রলীগ লাঠি নিয়ে রাজপথে প্রতিপক্ষকে যেভাবে আঘাত করেছে তাতে মনে পড়ে গেছে পল্টনে লগি, লাঠি, বৈঠা দিয়ে মানুষ হত্যার মত পৈচাশিক ঘটনা। এটা হল আওয়ামী লীগের চরিত্র। তারা একটি সন্ত্রাসী দল।’

জন্মের শুরু থেকে এভাবে সন্ত্রাস করে আসছে আওয়ামী লীগ বলে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, দলের প্রতিষ্ঠাতা মওলানা ভাসানী আওয়ামী লীগে টিকতে পারেননি। দলটির কাউন্সিলে তাকে হেনস্থা করা হলে তিনি বেরিয়ে গিয়ে নতুন দল ন্যাশনাল আওয়ামী পার্টি করেন। গত ১৩ বছরে আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের নির্যাতন করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের ওপর মামলা রয়েছে। আমি নিজে বহুবার কারাগারে গেছি। এই অবস্থার অবসান হতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, যার যে অবস্থান আছে সে অবস্থানে থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলতে হবে। কারণ এ সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।

২০ দলীয় জোট শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির(কাজী জাফর) চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার,ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপির ভাইস চেয়ারম্যান বাবু নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম প্রমুখ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here