নবীর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই : সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ  কামরুজ্জামান হারুন: মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওলাদে রাসুল ( দ)শাহসূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী বলেছেন, আমাদের প্রিয় নবী (দ) জন্ম না হলে কুল-কায়িনাত সৃষ্টি হতো না।

নবীর আগমনে আমরা খুশি। নবীর সাথে যারা দুশমনি করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ১৯৮৮ সালে আমার মুর্শিদ হযরত সৈয়দ মইনুদ্দিন আহমেদ ঢাকায় প্রথম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী(দ) নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন ,কিছু লেবাসধারী আলেমের কারণে গোটা আলেম সমাজ সমালোচিত। যারা এদেশে বসবাস করে রাষ্ট্রের বিরোধিতা করে তারা দেশ প্রেমিক হতে পারে না।

মাইজভান্ডার দরবার শরীফে মহান মুক্তিযুদ্ধের সময় দীর্ঘ নয় মাস জাতীয় পতাকা উড্ডীন ছিল। ১২ রবিউল আউয়াল রাজধানী ঢাকায় ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আশেকানদের নির্দেশ দেন। ২৩ সেপ্টেম্বর রাতে মতলব উত্তরে গজরা ইউনিয়নের কৃষ্ণপুর মরহুম খলিফা সিরাজ শাহ স্মরনে মিলাদ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এদেশে ইসলাম এনেছেন অলি আউলিয়াগন। নবী অলি আউলিয়ার দূশমনদের প্রতিহত করতে হবে।

আলোচক ও অতিথি ছিলেন খলিফা মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন, মাওলানা মমিনুল হক, মাওলানা সোহেল রানা, মাওলানা জিয়াউল হাসান, ওটার চর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান দর্জি, গজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ এমএ ছাত্তার প্রধান, খলিফা শাহ আলমগীর হোসেন, খলিফা শাহ আব্দুর রশিদ মিয়াজী, খলিফা শাহ আবদুল আউয়াল,খলিফা শাহ আব্দুর রহমান, খলিফা শাহ নূর হোসেন, খলিফা শাহ আব্দুল হান্নান, খলিফা শাহ নূরে আলম সরকার, খলিফা শাহ বোরহান উদ্দিন দর্জি, খলিফা শাহ সিদ্দিকুর রহমান, গজরা ইউনিয়ন আঞ্জুমান কমিটির সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাধারণ সম্পাদক হাজী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলী প্রধান, প্রচার সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ কালা প্রধান,মইনীয়া যুব ফোরামের ফারুক হোসেন,মুজাম্মেল হোসেন, শামীম মিয়া,ওমর সানি প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here