নগরীর চকবাজারে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ গাউছুল আ’যম বড়পীর হযরত সৈয়দ আবদুল কাদের জিলানী রাদ্বিয়ালাহু তা’য়ালা
আনহু স্মরণে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল ১০ ডিসেম্বর’১৯, মঙ্গলবার, নগরীর চকবাজারস্থ ‘মাইজভাণ্ডার মন্জিল’ খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া চট্টগ্রাম জেলা এ মাহফিলের আয়োজন করে।

এতে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব কাজী মহসীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে শরীয়ত ও ত্বরীকত শাহ্সূফী আলামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। তিনি বলেন, যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী ও ইসলামের দ্যুতি ছড়িয়েছেন আলাহর নৈকট্যধন্য আউলিয়ায়ে কেরাম। তেমনি ইসলামের ক্রান্তিকালে মুমূর্ষ ইসলামের কাক্সিক্ষত পুনুরুজ্জীবনে অবদান রাখেন গাউছুল আ’যম বড়পীর সৈয়দ আবদুল কাদের জিলানী রাদ্বিয়ালাহু তা’য়ালা আনহু।

ইসলামের বিকৃতি রোধ এবং ইসলামের স্বকীয়তা সমুন্নত রাখেন তিনি। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, গাউছুল আ’যম জিলানী রাদ্বিয়ালাহু তা’য়ালা আনহু কাদেরিয়া ত্বরীকা এবং গাউছুল আ’যম সৈয়দ আহমদ উলাহ মাইজভাণ্ডারী কাদ্দাছালাহু ছিররাহুল আজিজ প্রবর্তিত মাইজভাণ্ডারী ত্বরীকার মধ্যে অপূর্ব আদর্শিক মিল রয়েছে। ঐ দুই মহান আধ্যাত্মিক মনীষীর কল্যাণে ইসলাম ও ত্বরীকতের ঝান্ডা সমুন্নত হয়েছে বলে তিনি উলেখ করেন।

মাহফিলে হযরত মাওলানা এইচ এম মাকসুদুর রহমানের পরিচালনায় অতিথি ও আলোচক ছিলেন, খাদেম মোহাম্মদ সালাহ উদ্দীন, আন্জুমান কেন্দ্রীয় সহসভাপতি আল্হাজ্ব কবীর চৌধুরী, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ওয়াহেদুল কবীর চৌধুরী, সহ-প্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, হযরত মাওলানা মিনহাজুল ইসলাম আল-কাদেরী, হযরতুল আলামামোহাম্মদ ইসমাইল সিরাজী, হযরত মাওলানা নুরুচ্ছাফা আল-কাদেরী, আন্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা বোরহান উদ্দীন, সাধারন সম্পাদক ইউছুফ রেযা মিন্টু, উত্তর জেলা সভাপতি খলিফা আবদুল হামিদ, দক্ষিণ জেলা সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ শহীদুলাহ, খলিফা মোহাম্মদ তকদীর হোসেন, মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি নোমান উদ্দীন (রাজিব), সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ (রিপন), উত্তর জেলা সভাপতি আকবর হোসেন রুবেল প্রমুখ। সালাত সালাম শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বের নিপীড়িত মানবতার কল্যাণ ও দেশ-বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী আলামা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here