বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফসহ ৫ জন কারাগারে

0

প্রেসনিউজ২৪ডটকমঃ সুপ্রিমকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী এ আদেশ দেন। একই সাথে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বি এম মোশাররফ হোসেন ছাড়া কারাগারে যাওয়া অপর চার আসামি হলেন- অ্যাডভোকেট মো. আলমগীর, অ্যাডভোকেট তৌহিদ, ফিরোজ কিবরিয়া ও রিয়াজ। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমানের সাতদিনের রিমান্ড আবেদন ও অপর পাঁচ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

পরে বিচারক শুনানি শেষে মোস্তাফিজুর রহমানের রিমান্ড নামঞ্জুর করে চার কার্যদিবসের মধ্যে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এছাড়া বাকি পাঁচ জনের জামিন শুনানির জন্য আগামী রবিবার (১ ডিসেম্বর) দিন ধার্য করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here