দ্বাদশ সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

0
দ্বাদশ সংসদে বিরোধীদলীয় নেতা জিএম কাদের, উপনেতা আনিসুল

প্রেসনিউজ২৪ডটকমঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতাকে করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা করা হয়েছে।রোববার (২৮ জানুয়ারি) সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সবচেয়ে বেশি সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রমতো দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলের নেতা এবং চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি দিয়েছেন।স্পিকারের আদেশে ওই প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব কেএম আব্দুস সালাম।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সংসদের বিরোধীদল জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য আছেন ৬২ জন। এর মধ্যে ৫৮ জনই আওয়ামী লীগের নেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here