মহাখালীর খাজা টাওয়ারে আগুন, ইন্টারনেট সেবা ব্যাহত

0
মহাখালীর খাজা টাওয়ারে আগুন, ইন্টারনেট সেবা ব্যাহত

প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় খাজা টাওয়ারের আগুনের কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আগুন লাগে। আগুনের পরপরই ইন্টারনেট সার্ভার বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কয়েকজন ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী।

৪০ ভাগ ইন্টারনেট সেবা বন্ধ জানিয়ে ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের (আইএসপিএবি) সভাপতির নাম্বার ইমদাদুল হক বলেন, মহাখালীতে আগুনের কারণে ইন্টারনেট সেবা কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে। আরও বন্ধ হবে।তিনি আরও বলেন, খাজা টাওয়ারের ট্রান্সমিশনে দুটি ডাটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে অনেক স্থানে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে।

মোহাম্মদপুরের ইন্টারনেট সংযোগ ব্যবসায়ী মো. হিমেল বলেন, আগুন লাগার পরপরই কাস্টমসদের ফোন পাচ্ছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়ে জানি খাজা টাওয়ারের আগুন লেগেছে।হিমেল আরও বলেন, খাজা টাওয়ারে ঢাকার ৯০ শতাংশ ইন্টারনেট সংযোগের ডাটা সার্ভার। আগুনের কারণে বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here