প্রেসনিউজ২৪ডটকমঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, অনির্বাচিত সরকারের সুযোগ নেই, সংবিধান অনুযায়ী স্বাধীন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে। বুধবার (১৭ মে) পাবনায় ডায়াবেটিক সমিতি পরিদর্শন শেষে এক সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। তিনি বলেন অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে।
এসময় রাষ্ট্রপতি রাজনীতির নামে হানাহানি না করে আলোচনার মাধ্যমে ঐকমত্যে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা বেবী ইসলাম। বক্তব্য দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা নাগরিক সমাজের আহ্বায়ক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, ডা. মনোয়ারুল আজিজ প্রমুখ। বক্তারা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে পাবনা ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বেলা পৌনে ১২টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে অবস্থিত ডায়াবেটিক সমিতিতে প্রবেশ করেন রাষ্ট্রপতি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চিকিৎসক ও কর্মকর্তারা। রাষ্ট্রপতি সমিতি প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থানের পর বেলা ২টার দিকে সমিতি থেকে বের হয়ে সার্কিট হাউসে বিশ্রামে যান তিনি। এর আগে সোমবার (১৫ মে) সকাল ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নিজ জেলা পাবনায় যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।
সেখানে কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।গত কয়েক দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টা ৪০মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রার কথা রয়েছে তাঁর।