পুলিশের নতুন আইজিপি হচ্ছেন র‍্যাব প্রধান

0
 পুলিশের নতুন আইজিপি হচ্ছেন র‍্যাব প্রধান

প্রেসনিউজ২৪ডটকমঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। তাই কে হচ্ছেন নতুন আইজিপি। নাকি বর্তমান আইজিপিকেই বহাল রাখা হবে। এ নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। কিন্তু সবকিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে বাংলাদেশ পুলিশের কর্তৃত্ত্বের ভার, তা জানা গেল।

এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব এর মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হতে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি)। একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।শুধু তাই নয়। সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবারই এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হবে।

অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‍্যাবের মহাপরিচালক হিসেবে যোগদানের আগে সিআইডি প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ।এছাড়া, র‌্যাব প্রধানের পদে স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here