বাজার সামাল দিতে ভোজ্যতেলে ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নিত্যপণ্যের বাজার সামাল দিতে সয়াবিন ও পাম তেলের ওপর থেকে ২০ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (১৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। আগে ভোজ্যতেল উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে যথাক্রমে ১৫ শতাংশ ও ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হতো। এই ভ্যাট আগামী ৩০ জুন পর্যন্ত আর দিতে হবে না। অপরিশোধিত ভোজ্যতেলের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট অপরিবর্তিত থাকছে।

এরআগে, গত ১০ মার্চ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভোজ‍্যতেলে ভ‍্যাট প্রত‍্যাহারের ঘোষণা দেন। তখন তিনি জানান, উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here