১৮ বছর বয়সের ওপরে সবাই টিকা নিতে পারবে, শিগগিরই সিদ্ধান্ত

0

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনা ভাইরাসের টিকা ১৮ বছর বয়সের ওপরে সবাইকে দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত করছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যেই এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আজ শুক্রবার ঈদের তৃতীয় দিন মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম।

খুরশিদ আলম বলেন, হাসপাতালে ভর্তি অনেক বয়সোর্ধ্বরা টিকা নিতে চাচ্ছেন না। এমনকি অনেক নার্স ও স্বাস্থ্যসেবী এখনো টিকা নেননি। এটা খুবই দুঃখজনক। যারা টিকা নিয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম। গ্রাম এলাকার মানুষের টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, অন্যান্য টিকা যেভাবে দেওয়া হয়, সেভাবেই করোনার টিকা দেওয়া যায় কি না, এ বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছেন। যদি এ সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ টিকা কার্ড দেখেই টিকা নিতে পারবেন। নিবন্ধনের কোনো প্রয়োজন হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here