মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ, নতুন আবেদনের সুযোগ নেই

0

প্রেসনিউজ২৪ডটকমঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করেন।

তালিকায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা ও প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ করা হয়েছে। মন্ত্রী বলেন প্রায় ৩৫ হাজার বেসামরিক গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুক) অনুমোদন না থাকায় এ তালিকার বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, ‘এরইমধ্যে এসব গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে আমরা ৪৩৪টি উপজেলার প্রতিবেদন পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই এবং আপিল শুনানি শেষে আগামী ৩০ জুনের (২০২১) মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ পাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে কাজ করছি। বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করেছি। এরমধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা, বরিশালে ১২ হাজার ৫৬৩ জন, চট্টগ্রামে ৩০ হাজার ৫৩ জন, ঢাকায় ৩৭ হাজার ৩৮৭ জন, ময়মনসিংহে ১০ হাজার ৫৮৮ জন, খুলনায় ১৭ হাজার ৬৩০ জন, রাজশাহীতে ১৩ হাজার ৮৮৯ জন, রংপুরে ১৫ হাজার ১৫৮ জন, সিলেটে ১০ হাজার ২৬৪ জন রয়েছেন।’

এছাড়াও প্রথম ধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম প্রকাশ হয়েছে বলেও জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here