করোনা ভাইরাসের টিকা নিলেন প্রধানমন্ত্রী

0

প্রেসনিউজ২৪ডটকমঃ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী গণভবনে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, ২৪ ফেব্রুয়ারি করোনার টিকা নেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা। গত ২৭ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন টিকা আমিও নেব। তার আগে আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেট পূরণ হলেই আমি টিকা নেব।

উল্লেখ্য, করোনা মহামারি রোধে ২৭ জানুয়ারি দেশে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। সেদিন বিকেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে ভ্যাকসিন গ্রহীতাদের অনলাইন নিবন্ধন শুরু হয়। এখন পর্যন্ত দেশে সর্বমোট ভ্যাকসিন নিয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৫৯ জন। ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে কিছু পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here