ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে’র দাবিতে সুপ্রিমকোর্টে নারী আইনজীবীদের মানববন্ধন

0

প্রেসনিউজ২৪ডটকমঃ নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এম সি কলেজসহ সারাদেশে নারী-শিশু হত্যা-ধর্ষণ-নির্যাতনের সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধু আদর্শের অনুসারী নারী আইনজীবীদের “মানববন্ধন”সমাবেশ অনুুষ্ঠিত হয়।

আজ বুধবার বিকেল ৩টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুুষ্ঠিত হয়।বর্তমানে চলমান নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন,ধর্ষনের মতো ন্যাক্কারজনক ঘটনা,নারীর সম্ভ্রমহানী ও নারীর সাথে সংঘটিত সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে নারী আইনজীবীরা সোচ্চার প্রতিবাদ করে।

আজকের মানব বন্ধনে বিপুল সংখ্যক নারী আইনজীবী একত্রিত হয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্য মৃত্যুদন্ড এবং প্রচলিত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধিত ২০০৩) এর কতিপয় ধারা সমুহের সংশোধনী সহ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করার দাবীতে সুপ্রিমকোর্টের নারী আইনজীবীবৃন্দ মানববন্ধন করেন ও স্মারক লিপি প্রদান করেন।

বর্তমান সময়ে সংগঠিত ধর্ষনের ঘটনা সমূহের তীব্র নিন্দা,প্রতিবাদ ও ঘৃনা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here