ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা আজ

0

প্রেসনিউজ২৪ডটকমঃসুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আজ রবিবার (২৬ এপ্রিল) ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। শনিবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী ২৬ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ফুলেকোর্ট সভা অনুষ্ঠিত হবে।এ ছাড়া শনিবার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগে একটি বেঞ্চ চালুর ঘোষণা ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়।

একইসঙ্গে সপ্তাহে দুদিন জজ কোর্ট খোলার বিজ্ঞপ্তির কার্যকারিতাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে কোর্ট চালুর এই ঘোষণার কথা জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here