শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে: বাণিজ্যমন্ত্রীর আহ্বান।

0

প্রেসনিউজ২৪ডটকমঃ শ্রমিকদের বাড়ি ভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি বলেছেন বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখি শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে।

এ সকল শিল্পের শ্রমিকরা সমস্যায় পরেছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়ি ভাড়া সহানুভূতির সাথে বিবেচনার জন্য বাড়ি মালিকদের প্রতি অনুরোধ করছি।

মন্ত্রী বলেন আমরা সহানুভূতিশীল হলে খেটে খাওয়া শ্রমিক ভাই-বোনরা কিছুটা স্বস্তিতে বর্তমান সংকট উত্তরণে সক্ষম হবেন এবং আগামীতে রপ্তানি খাতে বেশি অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি।বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-নাইনটিন) আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ২৩৭-এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here